শ্রাবণ নজরুল..
ইচ্ছে করে আকাশেতে
তারা হয়ে ভাসি,
ইচ্ছে করে বিলের জলে
শাপলা হয়ে হাসি।
ইচ্ছে করে পাখির মত
আপন সুখে উড়ি,
ইচ্ছে করে দেশ বিদেশে
সারস হয়ে ঘুরি।
ইচ্ছে করে ফুলের মেলায়
ফুলটি হয়ে ফুটি,
ইচ্ছে করে পালিয়ে যেতে
সকল বাঁধন টুঁটি।
ইচ্ছে করে কাব্য লিখে
যাই হয়ে যাই কবি,
ইচ্ছে করে শিল্পী হয়ে
আঁকতে দেশের ছবি।