Home তোমাদের কবিতা নদীর বুকে

নদীর বুকে

কাজী রফিক..

নদীর বুকে ছন্দ আছে
তাই সে করে গান,
নায়ের মাঝি শোনে নদীর
মুগ্ধ কলতান।
নদীর বুকে সূর্য-শশী
ছড়ায় মধুর আলো,
তীরে বসে ঢেউয়ের খেলা
দেখতে লাগে ভালো।
নদীর বুকে দিনে-রাতে
চলে জোয়ার-ভাটা,
দুপুর রোদে পাখির বহর
জলে ভেজায় গাটা।
নদীর বুকে কোথাও কোথাও
পানা শ্যাওলা ভাসে,
নাগরদোলা দোলে যেন
ঢেউয়েরই উচ্ছ্বাসে।

SHARE

Leave a Reply