Home তোমাদের কবিতা দেশটা গড়ি

দেশটা গড়ি

আর কে রুবেল..

কেমন দেশে আছিরে ভাই
কেমন দেশে থাকি,
ফুলকে ছেড়ে ভুলের সাথে
সবার মাখামাখি।
কেমন দেশে বসত করি
কেমন দেশে ঘর,
যে দেশেতে সত্য পথে
ঝগড়া পরস্পর।
যুদ্ধ করে পাওয়া এ দেশ
কেন এমন হলো,
ভুলের থেকে শিক্ষা নিয়ে
দেশটা গড়ি চলো।

SHARE

Leave a Reply