Home ছড়া-কবিতা মন কুটিরে

মন কুটিরে

বিশ্বাস আবুল কালাম…

কিশোর তোমার মন কুটিরে
স্বপ্ন করো লালন
লালন করা স্বপ্ন হলো
ভবিষ্যতের চলন।
ঘুমের ঘরের স্বপ্ন ছেড়ে
স্বপ্ন দ্যাখো বাস্তবে
বাস্তবেই স্বপ্ন তোমার
পৌঁছে দেবে গৌরবে।
পরিচ্ছন্ন গড়তে জীবন
ন্যায়ের পথে চলো
মিথ্যা ছেড়ে সর্বদাই
সত্য কথা বলো।

SHARE

Leave a Reply