Home ছড়া-কবিতা বিজয় মানে বিজয় মানে December, 2011 শহীদুল ইসলাম সুমন.. বিজয় মানে বাঁচতে পারা স্বাধীন নিজের মত বিজয় মানে বলতে পারা আবেগ নিজের যত। বিজয় মানে দুঃখ ছাড়া সুখে ভরা দিন বিজয় মানে হাতে গড়া সুখ যে অমলিন।