আবুল হোসেন…
শাহান বাবু, শাহান বাবু,
দুধ খাবে না খায় না সাবু,
খায় না রুটি, খায় না পোরিজ,
খাবে না ডিম, খাবে না চিজ,
ভাত খাবে না, মাছ খাবে না।
সাধতে সাধতে মুখে ফেনা
উঠে গেল ছোট ফুফুর।
সকাল গিয়ে হলো দুপুর
নাশতা খাওয়া হলো না তার,
বায়না ধরে শুধু খেলার
নয়তো একটা গল্প শোনার।
খেলতে খেলতে খায় সে যেটুক
শাহান বাবু গল্প পেটুক,
সেই আমাদের বেজায় বরাত
তাতেই সারা বাড়িটা মাত।