হাসান হাফিজ……
হাতি হাতি খেলনা হাতি
তোমায় নিয়ে খেলায় মাতি
আসল হাতি দেখলে পরে
চুপসে যায় বুকের ছাতি।
হাতি হাতি হাতি
দিয়ো না ভাই লাথি
তোমার গোদা পায়ের লাথে
সব তছনছ কাত-ই।
হাতি হাতি হাতি
হাতির খোরাক জোগান দেয়া
যায় কি রাতারাতি?
যায় নারে ভাই যায় না
তাইতো হাতি পোষা হবি
সবার শোভা পায় না!