Home ছড়া-কবিতা জ্বিনের টোকা

জ্বিনের টোকা

সাজজাদ হোসাইন খান……

জ্বিনখোকারা দাঁড়িয়ে ছিল বাইরে
জোসনা ধোয়া চোখের ভিতর
জোনাক শত শত
শিরগুলো সব নত।
গগনজুড়ে রোদের ছোঁয়া নাইরে।

ঘুমের সাথে মানুষখোকা খাটে
ভালোবাসার চম্পাকলি ডানা
লটকে রেখে হৃদে
যেমনি থাকে ঈদে।
একটু বাদে উঠবে সুরুজ পাটে।

নামছে বাতাস সুবাস ঘঁষে ঘঁষে
মাখন ভেজা তারার পাখি
সাঁতার কাটে ঝিলে
স্বপ্নশোভা গিলে।
জ্বিনখোকারা ডাকল এবার কষে।

ভাঙল বুঝি ঘুমের দেয়াল ঝন্
বুকবিছানায় হাস্নাহেনায়
পায়রা হাওয়ার নীলে
মানুষ-জ্বিনে মিলে
করবে বিনাশ সকল বিষের বন।

ধড়ফড়িয়ে উঠল যখন খোকা
জ্বিনরা তখন দিচ্ছে ঘরে টোকা।

SHARE

Leave a Reply