Home ছড়া-কবিতা সাম্য সাম্য August, 2011 আনোয়ারুল ইসলাম….. ঈদ এলো ভাই ঈদ এলো ঈদগাহে সব যাই চলো। ঈদের গানে কলতানে দুঃখ ব্যথা সব ভোলো। আমার মতো মা নেই যার দুঃখ কিসে ঘুচবে তার? ‘মা’ ডাক হলো প্রাণ জুড়ানো ঈদের মতোই সাম্যতার।