জুলফিকার সাইদুল…….
একটি মাসের সিয়াম সাধনা শেষে,
এক ফাঁলি চাঁদ আসমানে এলো হেসে।
জীবন যখন পোড়ালো পাপের ঢেলা,
নিষ্পাপ-নির্মল মানুষেরা এই বেলা।
মানুষেরা আজ ভুলিলো আত্মগ্লানি,
ফেলে দিয়ে সব কোন্দল হানাহানি।
ভিখারির পাশে দাঁড়ালো রাজাধিরাজ,
বক্ষ মেলাতে রইলো না কোনো লাজ।
সিয়াম সাধনা ভাঙলো ঘৃণার গিরি,
প্রতিষ্ঠিত হলো একাত্মতার সিঁড়ি।
মহা মিলনের সাগরে উঠেছে ঢেউ,
সিয়াম শেখালো উঁচু নিচু নয় কেউ।
একটি মাসের সিয়াম সাধনা শেষে,
চলো ঈদগাহে নবজাত শিশু বেশে।
পাপের পাহাড় ধ্বংস হয়েছে আজ,
এ বিশ্ব ভুবন নূরে নূরে হলো ভাঁজ।
লাইলা কদর সিজদা সালাত নূর,
আসমান থেকে আসে রূহ ভরপুর।
মাহে রমজান ঈমান ইহতেসাব,
বিশ্ব জাহানে মাগে দিল ইন্তেখাব।
মাহে রমজান সিয়াম সাধনা শেষে,
জান্নাত আজ দাঁড়ালো ধরায় এসে।
সিয়াম দানিলো মানুষের শ্রেষ্ঠতা,
কহে ফেরেশতারা, “লজ্জায় বাতুলতা”।