গুলশান আরা….
হাল ফ্যাশনের ধাক্কা এখন
গাঁয়ের ঘরে ঘরে
ঈদ এলে সে ধাক্কা ওঠে
কাল বোশেখী ঝড়ে।
খেটে খাওয়া মজুর-চাষী
হারিয়ে ফেলে মুখের হাসি
আসে যদি আসুক না ঈদ-
শহর ও বন্দরে
গাঁও গেরামে কাজ কি এসে
বাইরে কি অন্দরে।
ড্রেস চাইবে চটক্দার
থ্রি-পিস ও গলার হার
দিতে গেলে উপোস থাকা-
রবে না প্রাণ ধড়ে
ভাবতে গেলে ঈদের আমেজ
আসমানেতে ওড়ে।