Home ছড়া-কবিতা আঁকাআঁকি আঁকাআঁকি August, 2011 মানসুর মুজাম্মিল… মনে মনে ছবি আঁকি আঁকি মনে মনে আঁতি শুভক্ষণে। ছবি আঁকি ছবি নদী, ভোর, রবি। গাছপালা ফুল ফল পাখি ঘরবাড়ি- আর কাকে রাখি। ছবি আঁকি আঁকি এঁকে চেয়ে থাকি।