Home ছড়া-কবিতা ভূতগাঁয়

ভূতগাঁয়

আরিফ হাসান……

ভূত থাকে না ভূতের গলি
ভূত থাকে ভূতগাঁয়,
সন্ধ্যা হলে ভূতরা সবাই
মট করে ঘাড় খায়।

কেউ ধরে খায় সরষে ইলিশ
কেউ ধরে খায় পাখি,
ভরদুপুরে ভয় দেখাতে কেউ
দেয় না মোটেই ফাঁকি।

কেউ ঝুলে রয় গাছের ডালে
কেউ ঝুলে রয় পাতায়,
কেউ বা আবার লাফ দে’ পড়ে
খুকু মণির খাতায়।

কেউ বলে ভাই ভূতং আমি
কেউ বলে ভাই ভূতো,
কেউ পরে নেয় লম্বা জামা
কেউ পরে নেয় জুতো।

ভূতের গাঁয়ের ভূতগুলো ভাই
দুষ্টু এবং চালাক,
ভয় দেখিয়ে বলে কি-না
গাঁয়ের সবাই পালাক!

SHARE

Leave a Reply