গাজী এনামুল হক……
(১)
ঈদ কি শুধু
বাজার করার
তোমার আমার জন্য?
ঈদ কি শুধু
বায়না ধরার
নতুন জামার জন্য?
বাপ-মা হারা
নিঃস্ব যারা
ভাবছ কি তার জন্য
ঈদের খুশি
ভাগ করে দাও
গরিব-দুখীর জন্য।
(২)
ঈদ এসেছে
ভাইরে ভাই
ঈদের বাজার
গরম তাই-
গরম দেশের লোক,
ঈদের সময়
সব মানুষের
মনটা নরম হোক।