Home ছড়া-কবিতা আলোর জীবন আলোর জীবন August, 2011 মৃধা আলাউদ্দিন…. আমার দেশে অনেক আছে কামার-কুমার-জেলে, সবার কাছে আলোর জীবন রৌদ্র দেবো ঢেলে- রৌদ্র দেবো হাট-বাজারে রৌদ্র দেবো নায়ে, রৌদ্র দেবো সারা দেশে শহর পাড়া-গাঁয়ে।