আশরাফ আল দীন ..
ঈদ এলে তো নিঁদ ছিল না
ছেলেবেলায় দু’চোখে,
বাঁধ ভাঙা সে খুশির জোয়ার
আমাদেরে কে রোখে!
চাঁদ রাতে তো আগাম খুশির
দু’কূল ছাপা বান ডাকে,
আল্লাহ বটে ওঠেন হেসে
দেখে এসব বান্দাকে।
নতুন জামা নতুন জুতোয়
যদি কারো চোখ পড়ে!
উত্তেজনায় লুকিয়ে রাখি
আবেগ দিয়ে ভাঁজ করে।
ঈদের দিনে ঈদগাহ যাওয়া
পায়ে হেঁটে নানা পাড়া,
কান্ত তবু ভাবনা আসে
যায় কি সময় একটু বাড়া!