Home ছড়া-কবিতা আমাদের এই দেশ

আমাদের এই দেশ

শাহনাজ পারভীন…….

এমন দেশের মাটি কোথা পাব ভাই
এমন দেশ যে আর পৃথিবীতে নাই।

চল্লিশ ল বছর পৃথিবীর সাথে
মিলেমিশে সভ্যতা সুঁই সুতো গাঁথে।
দক্ষিণ সাগরের ছলাৎ ছলাৎ-
উত্তরে হিমালয় মহা পর্বত।

পনের কোটির আছে ত্রিশ কোটি হাত
সাগর-পাহাড়-নদী-বন ও প্রপাত!
পরিমিত বৃষ্টি আর- পরিমিত রোদ
পরিমিত উষ্ণতায় কে বানালো খোদ?
ছয়ের নীচের তাপ নেই এই দেশে
চল্লিশ- নীচে তাপ- থাকে ভালোবেসে।

সবুজ মাঠের ছবি সোনা রং ধান
কবির কবিতা হাসে শিল্পীর গান!
এমন উর্বর সমতল ভূমি
ঋতুময় এই দেশ- তাই তাকে চুমি।
ফুলে ফলে বিপ্লব এনেছি সবাই
সাহসী বীরের জাতি নাই ভয় নাই।

শিক্ষায়- দীক্ষায়- প্রজ্ঞায় নাম-
বিশ্বের সব দেশে ছড়ায় সুনাম।
এগিয়েই যাব রেখে পিছু ভয় যত
ঘড়ির কাঁটার মত শুধু অবিরত…।

SHARE

Leave a Reply