নাসির হেলাল……..
যারা থাকে নিত্য রোজা উপোস রাতের বেলা
ঈদের খুশি তাদের ঘরে খেলবে কেমন খেলা।
বিশ্ব জুড়ে জ্বলছে আগুন যুদ্ধ যুদ্ধ খেলা
কেমন করে ওসব দেশে বসবে ঈদের মেলা!
গোলাগুলি যুদ্ধ দানব বসত যখন ভাঙে
বসত হারা লাখো শিশুর ঈদটা ওঠে চাঙে।
সিয়াম থেকে শিক্ষা নিয়ে গরিব দুখীর তরে
সাহায্যের হাত দাও বাড়িয়ে নিত্য তাদের ঘরে।
ঈদ মানে তো খুশির কথা বইবে খুশির জোয়ার
সবাই মিলে হৈ হুল্লোড় খুশির ওঠে সোয়ার।
সবার কথা মনে রেখে আকাশ পানে চাও
দেখতে পাবে ঈদের খুশি মন পবনের নাও।