শরীফ আবদুল গোফরান……..
এক.
সিয়ামের মাস শেষ কাল হবে ঈদ
তারায় তারায় দেখো গায় সঙগীত।
মেঘের আড়াল থেকে উঁকি দেয় চাঁদ
হৃদয়ে হৃদয়ে বাজে খুশির নিনাদ।
হিমেল বাতাস বয় পড়ে যায় সাড়া
ঘরে ঘরে বেজে ওঠে কাড়া-নাকাড়া।
ঈদের খুশিটা যেন জমজম কূপ
কামিনী গোলাপ জবা রূপ অপরূপ।
প্রতিশোধ নয় আর আনো শুভদিন
ঈদের খুশিতে হোক পবিত্র রঙিন।
ঈদ হোক সকলের উদ্যম গতি
কোলাকুলি করে সবে গড়ো সংহতি।
দুই.
ঈদের খুশি ঈদের খুশি ঈদ
কেড়ে নিল সবার চোখের নিঁদ।
নীলাকাশে বাঁকা চাঁদের হাসি
পদ্ম ফুলের গন্ধ রাশি রাশি।
আতরগন্ধি ঈদের খুশির বান
গন্ধে গন্ধে জুড়ায় সবার প্রাণ।
এসো বন্ধু মিলায় বুকে বুক
ঈদের দিনে ঘুচুক সকল দুখ।
ঈদের খুশি আনন্দ হিল্লোল
খুশির ছোঁয়ায় জাগুক কলরোল।