হেলাল আনওয়ার …….
নীল আকাশে হেসে হেসে উঠলো ঈদের চাঁদ
এই ধরাটা সেই খুশিতে পুরায় মনের সাধ
চাঁদ উঠেছে নীল আকাশে বইছে খুশীর নদী
ঢেউয়ের মতো দিচ্ছে দোলা সুখ যে নিরবধি।
চাঁদের হাসি রাশি রাশি দজলা ফুরাত হাসে
কাজলা মনে ঝড়ের মতো খুশির আলো আসে
রবি হাসে শশী হাসে হাজার মনে সুখ
ঈদের তরী পার করে দেয় ভগ্ন মনের দুখ।
ঈদ এলোরে ঈদ এলোরে পড়লো একোন সাড়া
খুশীর বানে ভাসছে যেন ঘুম কাতুরে পাড়া
কেউ রবেনা বঞ্চিত আজ কেউ হবে না পর
সমান খুশি সবার মনে থাকনা কুঁড়ে ঘর!
হোকনা গরিব, হোক না ফকির, হোক না সহায়হীন
হোকনা রাজা, হোকনা প্রজা কিংবা অর্বাচীন
সবাই সমান নেই ভেদাভেদ ভ্রাতৃ প্রতীম মোরা
ঈদের খুশী পেয়েই মোরা হলাম আত্মহারা।
নীল আকাশের চাঁদটা যেন গদার বাড়ির হাসি
জনম দুখী আলেয়ার সুখ যে রাশি রাশি
ঈদ এলোরে শূন্য ঘরে বাস্তু হারার মনে
ঈদ এলোরে ইমান আলী শুকনো চোখের কোণে।
সাত সকালে জাগলো পাখি শুনছি আযান ধ্বনি
ঈদের হাওয়া বইছে মনে ভাষায় গাঁওখানি
ইমাম বখশ এলাই বকশ নেই ভেদাভেদ আজ
ঈদ এলোরে সবার ঘরে নতুন নতুন সাজ।