Home ছড়া-কবিতা ঈদের খুশি ঈদের খুশি August, 2011 চঞ্চল শাহরিয়ার…….. ঈদের খুশি ভাগ করেছি হাজার জনের মাঝে তার ভেতরে অন্তু আছে সৌহার্দ্য সন্তু আছে প্রিয় আছে তামিম আছে সুবর্ণ আর সামিন আছে খুশির নানান কাজে। ঈদ মোবারক ঈদ লাচ্চা সেমাই ফিরনি বিলাও ভাঙুক সবার নিঁদ।