রেদওয়ানুল হক…….
ভেদাভেদ নয় আর
ভেদাভেদ নয়
এই দিনে সকলের
হোক তবে জয়।
এই দিনে খুলে যাক
ভুলে যাক দুখ
এই দিনে ঘরে ঘরে
দুলে যাক সুখ।
এই দিনে ঠোঁটে ঠোঁটে
ঝরুক হাসি
এই দিনে মন থেকে
মরুক বাসি।
এই দিনে মানুষের
পরিচয় মিলুক
এই দিনে সত্যের
সুবাতাস গিলুক।