সাদী মিনহাজ…….
প্রথম কে দেখেছিল সূর্যটা ওই
হেসেছিল আকাশের পুব দেয়ালে,
কাব্যিক রঙ মেখে নিজ খেয়ালে
এঁকেছিল মহাকাল, বিশ্বের বই।
তারপর এঁকেছিল জীবনের মেলা
জন্ম ও মৃত্যুর স্বাগতিক খেলা,
মাঝে ছিল ক’লাইন পিয়ানোর সুর
ভালোবাসা, বিস্ময়, গতির নূপুর।
শেষ দিকে আঁকা ছিল কালো কিছু দেশ
লেখা ছিল, এখানেই পথ হলো শেষ।