Home তোমাদের কবিতা ঈদের খুশির ভাগ ঈদের খুশির ভাগ August, 2011 মোহাম্মদ আলমগীর কবির…. কাস্তে বাঁকা চাঁদ উঠেছে কালকে হবে ঈদ, মিতু, নিতু, রিতুর চোখে তাই আসে না নিঁদ। আকাশ ভরা স্বপ্ন নিয়ে চাঁদ উঠেছে ওই, নোটন, ছোটন ওদের মুখে ঈদের খুশি কই?