Home তোমাদের কবিতা ঈদের দিনে ঈদের দিনে August, 2011 ইসমতয়ারা……. ঈদের দিনে থাকবো সুখে করবো না কো দুখ ঈদের দিনে সবার মাঝে ছড়িয়ে দেব সুখ। ঈদের দিনে সুখের স্বপ্ন ছড়াও সবার মাঝে ঈদের দিনে সবার মনে সুখের বীণা বাজে।