Home তোমাদের কবিতা এই ঈদে

এই ঈদে

তারিকুল ইসলাম….

পথের পাশে ডাস্টবিনে
খুঁটে যারা খায়,
এই ঈদে তারা যেন
লাল জামা পায়।
ভালো খানা কিছু দানা
তারা হাতে পাক
ভেদাভেদ ছুড়ে ফেলে
এসো দেই ডাক।
SHARE

Leave a Reply