Home তোমাদের কবিতা ঈদের কথা

ঈদের কথা

সাজিদ হাসান সৈকত…..

ঈদ মানে তো শেষ বিকেলে
কাস্তে বাঁকা চাঁদ
ঈদ মানে তো সব হৃদয়ে
খুশির ভাঙা বাঁধ।
ঈদ মানে তো সবাই মিলে
গাইবো মধুর গান,
ঈদ মানে তো ধনী-গরিব
নয়কো ব্যবধান।
SHARE

Leave a Reply