Home তোমাদের কবিতা ঈদের শিক্ষা ঈদের শিক্ষা August, 2011 রুহুল আমিন সজল……. ঈদ মানে হাসি খুশি ঈদ মানে সাম্য, দীন-ধনী ভেদাভেদ থাকা নয় কাম্য। আসে ঈদ এই সব ব্যবধান ঘুচাতে গরিবের বেদনার আঁখিজল মুছাতে।