Home তোমাদের কবিতা ঈদ আনন্দ ঈদ আনন্দ August, 2011 মাসুম বিল্লাহ……. খুশির জোয়ার আনলো বয়ে এক ফালি চাঁদ তাইতো সবার মনের মাঝে জোয়ার ভাঙা বাঁধ। ভোর বিহানে পাখির গানে ভাঙলো চোখের নিঁদ, সুরে সুরে বলছে আমায় আজকে খুশির ঈদ।