Home তোমাদের কবিতা নিত্য যদি ঈদ হতো নিত্য যদি ঈদ হতো August, 2011 ইউসুফ আল আজাদ.. নিত্য যদি ঈদ হতো হাসতো মানুষ সুখে খুশির বাজার বসতো জানি এই ধরণীর বুকে। নিত্য যদি ঈদ হতো দুঃখ যেত ভেসে, নিত্য যদি ঈদ হতো থাকতো সবাই হেসে।