আকিল : জানো মা, গত রাতে স্বপ্নে আমি আমার হোমওয়ার্ক সব শেষ করে ফেলেছি।
মা : স্বপ্নে হোমওয়ার্ক করলে হবে? টিচারকে দেখাবি কী?
আকিল : কেন মা, আমার স্বপ্নে তো টিচারও ছিলেন।
সংগ্রহে : ফিরোজা ফারজানা তাছরিন
ষোলশহর, চট্টগ্রাম
মেয়ের হাতে একটি মশা বসে থাকতে দেখে বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন, ‘মামণি তুমি মশাটা মারছো না কেন?
উত্তরে মেয়ে বলল, কেন মারবো বাবা? আমিতো মশাটাকে রক্ত দিচ্ছি। কারণ আমাদের স্যার বলেছেন রক্ত দেয়া একটি মহৎ কাজ।
সংগ্রহে : পূজা দত্ত
ঘোড়াশাল, পলাশ, নরসিংদী
বাবা : যদি তোর মাথার ওপর উড়োজাহাজ উড়তে শুরু করে তাহলে কী করবি?
ছেলে : পাইলটকে চিৎকার করে বলব, আমার মাথা এয়ারপোর্ট নয়।
সংগ্রহে : আবদুল্লাহ যুবায়ের রেদোয়ান
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে :
তমন : কী করছ?
তনী : এই তিন মাসের বাচ্চাটার কথা রেকর্ড করছি।
তমন : কেন?
তনী : ও বড় হলে জিজ্ঞেস করব, ও আসলে কী বোঝাতে চাইছিল।
সংগ্রহে : তাফসীরুল আলম হিজবুল্লাহ
চকবাজার বাকলিয়া, চট্টগ্রাম
প্রথম বন্ধু : আচ্ছা বন্ধু, বিদ্যুতের বাতি জ্বললে অন্ধকার কোথায় পালায় রে?
দ্বিতীয় বন্ধু : বিদ্যুৎকে সবাই ভয় পায় তাই পালায়।
সংগ্রহে : রেজাউল করিম
সৈয়দপুর, কুমিল্লা
যায়েদ এক বালতি পানি নিয়ে দৌড়ে যাচ্ছে।
মা : আরে যায়েদ, পানি নিয়ে কোথায় যাচ্ছিস?
যায়েদ : আর বলো না মা, আমাদের ওই পুকুরের পানি খুব অপরিষ্কার। তাই সাবান আর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেব।
সংগ্রহে : আসমা আক্তার
গোপালপুর, টাঙ্গাইল
মামা ও ভাগনের মধ্যে কথা হচ্ছে –
ভাগনে : আচ্ছা মামা, আম ও কাঁঠালের সময় ঝড় হয় কেন?
মামা : তুই কি তাও জানিস না?
ভাগনে : না, মামা।
মামা : আরে ঝড় না হলে মানুষ গাছের নিচ থেকে কিভাবে আম কুড়াবে?
সংগ্রহে : আরিফ রহমান
বিশ্বাসপাড়া, চৌগাছা, যশোর
পুলিশ : আপনি বলছেন, গতরাত্রে চোর আপনার বাসা থেকে ফ্রিজ, গাড়ি, টাকা, অলঙ্কার চুরি করেছে?
বাড়ির মালিক : হ্যাঁ।
পুলিশ : কিন্তু টিভিটা নেয়নি কেন?
বাড়ির মালিক : ওটা নেবে কিভাবে! তখন তো আমি টিভি দেখছিলাম।
সংগ্রহে : মৃদুল আলম শাওন
মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
হা .হা .হা .হাসতে হাসতে পেটে খিল ধরে গেল ।
good……………..
i love you…
chorom! hashte hashte kashi shoro hoi galo.
Same to @জাবেদ হা .হা .হা .হাসতে হাসতে পেটে খিল ধরে গেল ।
Onke moja pelam
করতো তো মুরি খাজ যে হু হু হু
দারুন সব কৌতুকের জন্য কিশোরকণ্ঠ পরিবারকে জানাই অসংখ ধন্যবাদ।
খুব ভালো লাগলো অনেকদিন পর আবার কিশোরকন্ঠ পড়তে পেরে। গ্রামে থাকতে কিশোর কন্ঠের হকারি করতাম। সবাই বলত বাড়িতে গিয়ে ক্লাসের বই পড়তে। কারন পরীক্ষার মদধ্যও আমি এ কাজ করতাম। কিন্তু অন্যদের চেয়ে আমার রেজাল্ট কখনো কারাপ হয় নি।……….. অনেক কথা এই প্রানের পত্রিকাকে নিয়ে কিন্তু তা এ ছোট্ট পরিসরে কি বলা সম্ভব। থাক……
খুব ভালো লাগলো অনেকদিন পর আবার কিশোরকন্ঠ পড়তে পেরে। গ্রামে থাকতে কিশোর কন্ঠের হকারি করতাম। সবাই বলত বাড়িতে গিয়ে ক্লাসের বই পড়তে। কারন পরীক্ষার মদধ্যও আমি এ কাজ করতাম। কিন্তু অন্যদের চেয়ে আমার রেজাল্ট কখনো কারাপ হয় নি।……….. অনেক কথা এই প্রানের পত্রিকাকে নিয়ে কিন্তু তা এ ছোট্ট পরিসরে কি বলা সম্ভব। থাক……
Apnader kotuk gulo onek mojar.thanks
আমার একটি কৌতুক ছাপা হয়েছিল এ প্রাণের পত্রিকায়।
একটি অভিযোগ ছাত্র সংবাদ কিশোর কন্ঠের মত পড়া যাচ্ছে না। বাম পাশ থেকে কয়েকবার ক্লিক করলাম কিন্তু কাজ হচ্ছে না। সেুন্দরভাবেচ আসছে না। তাছাড়া পড়াও সম্ভব হচ্ছে না। একটু দেখবেন কি। ..প্লিজ……..
আপনি মজিলা ফায়ারফক্স দিয়ে চেষ্টা করে দেখুন। এর পরও সমস্যা হলে জানাবেন।
ধন্যবাদ।
apni google theke direct search dile obosshoi peie jaben inshaallah (thank you).
firefox dia nahola.Google chrome chalan.
nice joke…………..
After several years when i again see the jokes of kishorkonto i am feeling happy which recalled my past days when i never missed to read a single month issue. Wishing good luck for kishor konto and it’s family.
These jokes are awsome. 🙂
moheshpur
moheshpur.jhenidha
Assalamu alaykum,
How are you.
কুয়াশার চাদরমুড়ি দিয়ে প্রকৃতির রঙ্গমঞ্চে আবির্ভূত হওয়া শীতের সকালের মিষ্টি খেজুরের রস আর গরম ভাপা পিঠার শুভেচ্ছা জানাচ্ছি। আশাকরি কিশোরকন্ঠ পরিবারের সবাইকে নিয়ে ভাল আছো।আমি তোমাদেরএকজন নতুন বন্ধু জানিনা
অনেক বন্ধুদের মধ্যে হারিয়ে যাব কী না? কিশোরকন্ঠ ওয়েবসাইড কি
যাদু জানো? কেবলি কাছে টানো, তোমাকে দেখলে পারেই যাই না চোখ সরানো।
০১৭১৩৯০০৮৫৯
E-mail, [email protected]
আল-আমিন বিশ্বাস
কুয়াশার চাদরমুড়ি দিয়ে প্রকৃতির রঙ্গমঞ্চে আবির্ভূত হওয়া শীতের সকালের মিষ্টি খেজুরের রস আর গরম ভাপা পিঠার শুভেচ্ছা জানাচ্ছি। আশাকরি কিশোরকন্ঠ পরিবারের সবাইকে নিয়ে ভাল আছো।আমি তোমাদেরএকজন নতুন বন্ধু জানিনা
অনেক বন্ধুদের মধ্যে হারিয়ে যাব কী না? কিশোরকন্ঠ ওয়েবসাইড কি
যাদু জানো? কেবলি কাছে টানো, তোমাকে দেখলে পারেই যাই না চোখ সরানো।
আল-আমিন বিশ্বাস
E-mail, [email protected]
01834351106
01740896311
আমি তোমাদেরএকজন নতুন বন্ধু জানিনাঅনেক বন্ধুদের মধ্যে হারিয়ে যাব কী না.
আমাদের খুব ভালো লেগেছে
আসসালামুআলাইকুম আমি ওৎোনটো খুশি হোএছি কিশোরকোনঠ পড়ত পরে
কিশোরকোনঠের হাশির বাকশো আমার কাছে খুবি ভালো লাগে ভাইআ আমি জোডি কোবিৎআ পাঠাটে ছাই টবে কিভাবে পাঠাবো
aami kishor kontho porte valobashi.karon eti ekti sikhoonio boi
Assalamualikum, today i am very happy.Because 6 years after i have got my most favorite friend kishor kantha.I am staying Singapore now but i can not forget my best friend.Keep it up your prgressive improvment.
ok
Ami kishorkantho ka valobasi and ami pori apnaro porun.Porsan ki na janaban……..?
amio pori.amio kishorkantho ka valobasi.
একদম super-duper.bumper-hit.আমি কি জুলাই মাসের সংখ্যাটি পরতে পারি?
কিশোর কন্ঠ কেমন আছো? 2000 থেকে 2007 সাল পর্যন্ত তোমার সাথেই ছিলাম।আমি অনেক ঋনী তোমার কাছে।
IAM ALSO LIKE TO QURAN HADIS AND NAMAZ .IAM LIVE AT MUJIBNAGAR MEHERPUR .
WELLCOME KISHORKANTO
WELLCOME BANGLADESH ISLAMI SHATRO SHIBIR
THANK YOU KISHOR KANTO
THANK YOU SHAIFUL VAIYAKE
hi kishorkantha
LOCVRGY
I love kishor kanto.============ my home mujibnagar
I LOVE KISHOR KANTHO MUST,,, MY HOME TOWN MUJIBNAGAR
thank you you are no comment.
খিক! খিক! খিক!
হাহাপগে!
dhonnobad apnader ei website-e porar niom shoja ejonno.
good very good
amar moner moto hoise
kisorkantha is the best book for us
Haste haste pete khil dare jhachee.Kishorknto amar best friend.
হাসির বাকসো পড়ে হাসি তখন বুবু বলে”একা একা হাসছিস কেন? ভূতে পাইছে?”
আমি নতুন । আমার পাঠানো লেখা আমি কোথায় খুজে পাব । যে কেউ আমার ই-মেইলে [email protected] জানালে খুব উপকৃত হব ।
সোনায় মোড়ানো চমৎকার এক ঝলমলে কিশোরবেলা পার হয়ে এসেছি। কি আকাঙ্খা নিয়েই না অপেক্ষার প্রহর কাটত- কখন আসবে প্রিয় কিশোরকণ্ঠ। মনে হত, এতো সুন্দর আর কোন পত্রিকা হয় না। মাঝে মাঝে লিখতাম, কিশোরকণ্ঠ কেন আমার মত একজন আনাড়ি কিশোরের লেখা ছাপত, জানি না!
এরপর প্রচুর লেখা ছেপেছে প্রথম আলো, যুগান্তর, ইনকিলাব, সংগ্রামসহ দৈনিক, পাক্ষিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকাগুলোতে এবং এখনো কর্মব্যস্ততার ফাঁকে লিখি মাঝে মাঝে। কিন্তু কিশোরকণ্ঠে জীবনের প্রথম লেখা ছাপার অক্ষরে দেখে যতটা না আনন্দিত হয়েছিলাম, আর কখনও এতটা আনন্দ পাইনি।
এখন বুঝি, এবং দেখি, কিশোর কণ্ঠ আমার মতো আনাড়ি কিশোরদের কেন স্নেহ করে লেখা ছাপে।
লেখক তৈরির কারখানা ‘প্রিয় কিশোরকণ্ঠ’-কে আমার কৃতজ্ঞতা।
লেখকঃ উপজেলা প্লানিং এন্ড মনিটরিং অফিসার, নোয়াখালী সদর উপজেলা পরিষদ।
I reads mothly kishorkantha but now i am reading sometimes online kishorkantho.i like it very much.my all friend read its..
আমার অভিযোগটি হলো, আমি যশোরে অনেক জায়গায় কিশোর কণ্ঠ খুজেছি, কিন্তু কোন জায়গায় পাইনি, যশোরে কোথায় কিশোর কণ্ঠ পাওয়া যাবে যদি জানা থাকে দয়া করে জানাবেন।
আপনি আমাদের যশোর শহরের কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সভাপতি মো শফিকুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলতে পারেন। তার ফোন নাম্বারটা হল ০১৯১৪৮৩৯৪৬২
AUGUST MONTH ER KISHOR KONTHOTA PAINAI.JODI AMAR IN BOXE PATHAIA DAN TAHOLE KHUB VALO HOBE.{[email protected]}
জি আপনি ওয়েবসাইট থেকে পড়ে নিন।
Kachher kishor kontho office a jogajog koro
AHHH!!! LoL!! 😀 😀
khuv mojar jokes to nice.thanks kiosorkonto.
Ami akjon khorkonto patok
khub valo lagse.
খুবই হাশির
Good Good Good Very Good
:-
:-
:-
:-
:-
:-খুবই হাশির
sai choto bela thakey kisor kontho pori.malaysia asar por ar pora hoyni.onek bar net e suerch korey paini tai ar dekhini.kintu kalkey jhokhon dehklam e kisor kontho ber hoechey thokhon e web site khuley pelam.allahr hajar sukria.onek balo laglo.abar kishor kontho portey parchi boley.donnobad sompadok bhaiakey…
–
খুব সুন্দর ভাবে হাসানো,শেখানো, জানানো ও বোঝানো এবং উপভোগে আনন্দ দেওয়ার জন্য কিশোরকন্ঠ কে আন্তরিক ধন্যবাদ
Facebook-
সোনা পাখি
Nothing to say.
কেন এত হাসি পাচ্ছে
Very nice
i love kishorkantho
Best
i like it
😛
Ami amar lekha kobita kivabe pathabo? plz janan.
I very like is কিশোরকন্ঠ & her হাসির বাকসো।
আমি মনে করি সবার তা পড়া উচিৎ।
i very like kishorkantha
very good jokes
supar
super
আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে থাকি। এখানে এক মাস কিশোরকন্ঠ পেলে দুই তিন মাস বহু কষ্ট করেও কোনভাবেই কিশোরকন্ঠ পাই না। এর একটা সমাধান চাই। যাতে করে প্রতি মাসে কিশোরকন্ঠ পাই।
gucci shoes price