Home হাসির বাকসো কৌতুক

কৌতুক

মামা ও ভাগ্নের মধ্যে কথা হচ্ছে
ভাগ্নে : আচ্ছা মামা, আম ও কাঁঠালের সময় ঝড় হয় কেন?
মামা : তুই কি তাও জানিস না?
ভাগ্নে : না, মামা।
মামা : আরে ঝড় না হলে মানুষ গাছের নিচ থেকে কিভাবে আম টুকাবে?
সংগ্রহে : ওমর ফারুক নোমান
মুরাদনগর, কুমিল্লা

সমস্ত শরীরে ফোলা দাগ নিয়ে এক রোগী ডাক্তারের কাছে গেল। ডাক্তার রোগীকে দেখে কোনো রোগই ধরতে পারলেন না। অবশেষে নিজের অক্ষমতা ঢাকতে
ডাক্তার : এই রোগটা কি আপনার আগেও হয়েছিল?
রোগী : জি আগে একবার হয়েছিল। কিন্তু ডাক্তার সাহেব এটা আমার কী রোগ?
ডাক্তার : এটা আপনার আগের সেই রোগই।
সংগ্রহে : আজিমুল্লাহ হানিফ
নাঙ্গলকোট, কুমিল্লা

হামিদ ও রাকিবের মধ্যে কথা হচ্ছে
হামিদ : রাকিব, তুই আমাকে রাত ১০টায় ফোন দিস।
রাকিব : তাহলে তুই রাত ৯টা ঊনষাট মিনিটে ফোন করে মনে করিয়ে দিস।
সংগ্রহে : মতিউর রহমান
হাতিয়া, নোয়াখালী

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে
১ম বন্ধু : দেখেছিস, শামুক কত অলস প্রাণী। তিন ঘণ্টা ধরে দেখছি মাত্র দুই ইঞ্চি এগিয়েছে।
২য় বন্ধু : আর তুইই বা কম কিসে। তিন ঘণ্টা ধরে একই জায়গায় একইভাবে বসে শামুকটাকে দেখছিস।
সংগ্রহে : খালেদা আক্তার
শাহপাড়া, দিনাজপুর

বিখ্যাত উকিলের কাছে এক নতুন মক্কেল এসেছেন। ভয়ে ভয়ে মক্কেল জিজ্ঞেস করলেন, যদি কিছু মনে না করেন আপনার ফি কত?
প্রতি তিনটি প্রশ্নের উত্তরে আমি ১০ হাজার টাকা চার্জ করি?
ওরে বাবা! সেটা কি একটু বেশি নয়?
তা একটু বেশি। এবার বলুন আপনার তৃতীয় প্রশ্নটা কী?
সংগ্রহে: ছালেহা
তা’মিরুল মিল্লাত, ঢাকা

দোকানদার : এই যে, ভাই এদিকে আসেন, কী চাই?
ক্রেতা : চায়ের সঙ্গে দুধ  মেশালে যে রঙ হয় সে রঙের টাই আছে?
দোকানদার : চিনিসহ না চিনি ছাড়া?
সংগ্রহে : এস এম মাসুদ
দৈবজ্ঞহাটি, মোরেলগঞ্জ

ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে
শিক্ষক : তুমি গতকাল আসনি কেন?
ছাত্র : স্যার, আমার আম্মু বলেছেন আমার নাকি জ্বর, এ জন্য আসিনি।
সংগ্রহে : কামাল উদ্দিন রায়হান
মিরহাজীরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা

দিপু : চলতো টিপু চোখের ডাক্তারের কাছে যাই।
টিপু : কেন?
দিপু : আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না।
টিপু : তোর চোখ তো একদম ঠিক আছে।
দিপু : (রাগান্বিত হয়ে) তুই কী করে বুঝলি?
টিপু : ওই যে সূর্যটা দেখতে পাচ্ছিস?
দিপু : হ্যাঁ পাচ্ছি!
টিপু : তাহলে আর কতো দূরের জিনিস দেখবি?
সংগ্রহে : এমদাদুল হক
ঠিকানা নেই

SHARE

54 COMMENTS

  1. কৌতুক গুলো এক কথায় ফাটাফাটি। কিশোর কন্ঠের বন্ধুদের জন্য আমার একটি কৌতুক। এটি বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংকে নিয়ে।
    ১ম বন্ধু: জানিস, হকিং কত সৎ বিজ্ঞানী।
    ২য় বন্ধু: কিভাবে?
    ১ম বন্ধু: আরে তিনি একবার বাজিতে হেরে নিজের একটা প্রমাণিত তত্ত্বকে নিজেই ভূল প্রমান করলেন।
    ২য় বন্ধু: তাইতো বলি। হকিং এর গ্রান্ড ডিজাইন বইয়ের নতুন তত্ত্ব নিয়ে সবাই এত দু:শ্চিন্তায় কেন?

  2. আমি রেদওয়ান, আমি নতুন পাঠক আমার কাছে কিশোরকণ্ঠ খুব ভাল লাগে।

  3. কিশোর কন্ঠ বাংলাদেশের কিশোর যুবকদেরকে সত্যের পথে আহ্বান জানায়। হাজারো ভুল পথের এ সময়ে একটি সত্য সুন্দর পথের দিকে ডাকে।

  4. i think kishorkantha is a best book for young generation in our country. so thank u kishorkantha and the author.

  5. STUDENT=SIR AMAKE CUTE DEN.
    SIR=KENO.
    STUDENT=SIR AMAR NANE MARA GECE.
    SIR=NANER MARA JAOYAR KOTHA BOLE AR AGE 2BAR CUTE NECO AK JON MANUS KOTO BAR MARA JAY.
    STUDENT=SIR KI KORBO NANA JOTO BAR BEYE KORE NANE MARA JAY.

  6. দুই গাধার কাহিনী 1st গাধা: এই তুই এত মার কাস তাহলে চলে যাসনা কেন 2nd গাধা: মালিকের মেয়ে যখন পড়েনা । তখন মালিক বলে তকে পিটিয়ে গাধার সাথে পাঠিয়ে দিব । সেই আসাই পরে আছি ।

  7. অনেকদিন পর দুই বন্ধুর দেখা হলো।
    ১ম বন্ধু :- কিরে তোর ব্যাবসা বানিজ্য কেমন চলছে?
    ২য় বন্ধু :- ভালোই চলছে নিচে থেকে উপরে উঠেছি।
    ১ম বন্ধু :- কেমন?
    ২য় বন্ধু :- আগে করতাম জুতার ব্যবসা এখন করি টুপির ব্যবসা।
    Nurjamal Bahadur Kurigram

  8. ইংরেজী শিক্ষক :- বলতো চাবি এর ইংরেজি কী?
    ছাত্র :- শুনতে না পেয়ে কী স্যার।
    ইংরেজী শিক্ষক :- ভেরি গুড হয়েছে।
    Nurjamal Bahadur
    Modern Information Technology (MIT), Zillaporisod More R.K.Road Kurigram.

  9. ame noton kisur kontho potrikar pathok.ame tomadar kasa amar akta kobita pahta cai.ame chanpur thaka pathici.

Leave a Reply to Tauhidul islam Cancel reply