খরার দহনে ঝরে গেলে কুঁড়ি
দুঃখ পায় ফুল,
ছোট্ট শিশুর হয় যদি ক্ষতি
হয় বড় ভুল।
কালের চাকায় আজ শুধু গতি
থামতে জানে না সে,
ঘামের সঙ্গে শ্রম শুধু নয়
হাসি কেড়ে নেয় যে।
জীর্ণকুঁড়ির মত শিশুরাও
অসহায় আজ,
কারখানার ঐ বদ্ধ খোপেতে
কাজ শুধু কাজ।
কালিমাখা হাতে মুঠো দুই খেতে
খেটে খেটে ক্ষয়,
এ শুধু শিশুর নয় আমাদেরও
বড় পরাজয়।