Home নিয়মিত ফুটবলে নতুন কোচ

ফুটবলে নতুন কোচ

সার্বিয়ান কোচ জোরান দরদেভিস

ব্রাজিলের এডসন সিলভা ডিডোর বিদায়ের পর বাংলাদেশ ফুটবল দলের হাল ধরেছেন সার্বিয়ান কোচ জোরান দরদেভিস। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন বিভিন্ন দায়িত্ব পালনকারী এই কোচকে অবশ্য স্বল্পমেয়াদে নিয়োগ করা হয়েছে। ডিডোকে নিয়ে জটিলতার প্রেক্ষাপটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তবে যতটুকু সতর্ক ও বিচক্ষণতার পরিচয় দেয়া উচিত ছিল তা সম্ভবত এবারো দেয়া হয়নি। দায়সারাভাবে যে কাউকে কোচের দায়িত্ব দেয়া ঠিক নয়, তা বাফুফে এখনো বুঝতে পারছে না। জাতীয় দলের কোচের পরিকল্পনামাফিকই পুরো দেশের ফুটবল পরিচালিত হওয়া উচিত। দেশের সার্বিক অবস্থা বিশ্লেষণ করে ঠিক কেমন কোচ আমাদের দরকার সেটাই আমাদের প্রথমে নির্ধারণ করা উচিত। তার পর কারা কারা নিয়োগ পেতে পারেন, সেদিকে নজর দেয়া উচিত। কিন্তু বাফুফে হাতের কাছে যাকে পাচ্ছে, তাকেই নিয়োগ দিচ্ছে। পরিণতিতে ফুটবল এগোতে পারছে না। এই অবস্থা কতদিন চলবে কে জানে?

SHARE

Leave a Reply