জান্নাতি ঈদ

আনোয়ারুল ইসলাম

দোল খায় আসমানে এক ফালি চাঁদ
ভেঙে গেছে উচ্ছ্বাসে হৃদয়ের বাঁধ।
এক মাস সিয়ামের পরে এলো ঈদ
নেই তাই কারো চোখে এতোটুকু নিঁদ।
খুশিতে যে ছেলেমেয়ে পাড়াময় ঘোরে।
ঈদগাহে যাবে তারা, যাবে কাল ভোরে।

ঈদ এলে জামা জুতো ভালো খানাদানা
গরিবের কথা ভাবা আছে নাকি মানা?
তা না হলে ওরা কেন ছেঁড়া জামা গায়
সকরুণ চোখ মেলে ঈদগাহে যায়?

ঈদ মানে সকলে যে সকলের তরে
এক তিল খেতে হবে সম ভাগ করে।
ভেদাভেদ ভুলে গিয়ে বুকে দিলে বুক
তবে  সেই ঈদে নামে জান্নাতি সুখ।

SHARE

Leave a Reply