সময় ঝুঁকি

ফারুক হোসেন

পনরো মিনিট কম হলে হয় ‘পোনে’,
ঘড়ির কাঁটায় ঘণ্টা যখন গোনে।
পনরো মিনিট সামনে গেলেই সোয়া,
ঘড়ির গতি একটু বেপরোয়া।

তিরিশ মিনিট বাড়তি হলেই সাড়ে
খোঁচায় ঘড়ি ব্যস্ত লোকের ঘাড়ে।
ব্যস্ত লোকের সময় ঝুঁকি থাকে
পনরো মিনিট ফাস্ট করে তাই রাখে।

SHARE

2 COMMENTS

Leave a Reply