ফুল ছিঁড়ো না

ফুল ছিঁড়ো না

কবিতা নূরুন্নাহার নীরু মে ২০২৪

ফুল ছিঁড়ো না দেখবে এসো

ঘ্রাণটি নিতে কাছে ঘেঁষো।

প্রজাপতির পাখায় উড়ে

ভালোবাসার ভাবটি জুড়ে।


চুপটি করে হাত বাড়িয়ে

কাটা লতা সব মাড়িয়ে।

এসে দেখো ফড়িং নাচে,

বেড়ায় ঘুরে সোহাগ যাঁচে।


ছিঁড়বে কেন একটু দাঁড়াও

ওদের মতো প্রেমটি বাড়াও।

ফুল যে প্রতীক শান্তি সবার

নয়তো ছেঁড়া ভালোবাসার।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ