দেশমাতৃকা পল্লীজননী

দেশমাতৃকা পল্লীজননী

ছড়া-কবিতা মনসুর আজিজ মে ২০২৪

বি‌ভোর স্বপ‌নে শ‌ব্দরা দে‌খি টোকা দেয় মাঝরাতে

এলোমে‌লো হয় ঘু‌মের সফর এপাশওপাশ ক‌রে

আধ‌বোজা চোখে বি‌চিত্র রেখা ঘুরপাক খায় ঘ‌রে

রাতজাগা পা‌খি সঙ্গী তখন শিস দেয় সুপ্রভাতে।


সুবর্ণ রেখা উঁ‌কি দিয়ে ব‌লে বিছানা বা‌লিশ ছা‌ড়ো

সবুজ জ‌মি‌নে রো‌দের মে‌য়েরা হে‌সে খে‌লে কু‌টিকু‌টি

ফসলের গা‌নে সুর ঝঙ্কারে সারা মাঠ লু‌টোপু‌টি

তেমাথা প‌থের কিনা‌রে দাঁড়া‌য়ে নজর কিছু তো কা‌ড়ো।


নতুন পা‌নির পরশ পে‌য়ে যে পোনা মাছ উল্লা‌সে

সফ‌রি মা‌ছের ঝাঁক তার সা‌থে ছু‌টে চ‌লে পিছুপিছু

রসা‌লো ফ‌লের ভা‌রে ডালপালা হ‌য়ে আছে কিছু নিচু

নাও‌য়ের পা‌লও দ‌খিনা বাতাসে ফু‌লে ফু‌লে নে‌চে ভা‌সে।


ঋতু বদ‌লের এই দে‌শে মন ঘুম‌ঘো‌রে মে‌লে ডানা

দেশমাতৃকা পল্লীজন‌নী এখ‌নো হয়‌নি জানা।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ