জ্যৈষ্ঠ্যের ছড়া

জ্যৈষ্ঠ্যের ছড়া

তোমাদের কবিতা ছন্দা দাশ মে ২০২৪

বলো দেখি খোকা খুকু মধুমাস কোনটি 

জানো যদি বলো ভেবে খুব দিয়ে মনটি।


মধুমাস জ্যৈষ্ঠ্যেতে খুশি খুশি ভরা মুখ

পাকা ফলে রাঙা হাসি ঘরে ঘরে আনে সুখ।


কেন বলে মধুমাস সেও হবে জানতে 

বোকা বলে ডাকে যদি পারবে কি মানতে?


কী কী ফল জ্যৈষ্ঠ্যের একে একে জেনে নাও

আম, জাম লিচু, কলা জানা ফল বলি তাও।


আনারস, কাঁঠালের গন্ধেতে পাড়া মাত

তবে বেশি খেতে নেই, ন‌ইলে যে হবে কাত।


মধুমাসে মামাবাড়ি সবচেয়ে মধুময়

জানা আছে তোমাদের ভুল কিছু নয়, নয়।


টক টক‌ স্বাদে ভরা নাম তার লটকন

নাই যদি জেনে রাখো খেতে হবে পটকন।


মধুমেহ রোগে ভালো জামরুল নামে ফল

জানা ভালো এই কথা ফল খেলে বাড়ে বল।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ