কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৪

কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৪

প্রচ্ছদ রচনা কিশোরকণ্ঠ ডেস্ক মে ২০২৪

বিসমিল্লাহির রাহমানির রাহীম

কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা-২০২৪

প্রিয় বন্ধুরা! বাংলা ভাষাভাষী শিশু-কিশোর ও তরুণদের পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক নতুন কিশোরকণ্ঠ আবারও আয়োজন করতে যাচ্ছে ‘কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা-২০২৪’। প্রতিযোগিতায় থাকবে আকর্ষণীয় সব পুরস্কার। নিম্নোক্ত নিয়মানুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহ্বান রইলো।


অংশগ্রহণের নিয়মাবলি

১. প্রশ্ন সর্বমোট ৫০টি। (প্রশ্নের ধরণ- গঈছ, উত্তরের ধরণ- বৃত্তভরাট)

২. ৫ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। 

৩. নতুন কিশোরকণ্ঠের মে, জুন, জুলাই-২০২৪ সংখ্যা থেকে প্রশ্ন থাকবে। 

৪. দুটি ধাপে (শাখা ও জাতীয় পর্যায়ে) বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

৫. শাখা পর্যায়ে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হবে। নতুন কিশোরকণ্ঠের শাখা প্রতিনিধির কাছ থেকে কুইজ ফরম সংগ্রহ করতে হবে। প্রতিটি কুইজ ফরমের শুভেচ্ছামূল্য মাত্র ১০ টাকা।

৬. শাখাভিত্তিক কমপক্ষে ১০ জনকে বাছাই করে পুরস্কৃত করা হবে।  

৭. শাখাভিত্তিক বাছাইকৃতদের নিয়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং জাতীয়ভাবে মূল্যায়ন করা হবে।

৮. জাতীয়ভাবে সেরা ২০ জনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।  

৯. আগস্ট মাসের ৫ তারিখের মধ্যে শাখাভিত্তিক বাছাই এবং বাছাইকৃতদের নিয়ে আগস্টের ২য় সপ্তাহের মধ্যে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১০. দৈনিক পত্রিকা, মাসিক নতুন কিশোরকণ্ঠ, কিশোরকণ্ঠের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও টুইটারে ফল প্রকাশ করা হবে।

১১. সকল ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।


পুরস্কার 

শাখা পর্যায়
প্রথম পুরস্কার
৩০০০/- (তিন হাজার টাকা)
দ্বিতীয় পুরস্কার
২,৫০০/- (দুই হাজার টাকা)
তৃতীয় পুরস্কার
২,০০০/- (দেড় হাজার টাকা)
চতুর্থ-দশম
১,৫০০/- (দেড় হাজার টাকা)


জাতীয় পর্যায়ে
প্রথম পুরস্কার
৩০,০০০/- (তিরিশ হাজার টাকা)
দ্বিতীয় পুরস্কার
২৫,০০০/- (পচিশ হাজার টাকা)
তৃতীয় পুরস্কার
২০,০০০/- (বিশ হাজার টাকা)
চতুর্থ পুরস্কার
১৫,০০০/- (পনেরো হাজার টাকা)
পঞ্চম পুরস্কার
১০,০০০/-
ষষ্ট-দশম
৭,০০০/-
১১তম-২০তম
৫,০০০/-


এছাড়াও প্রত্যেক বিজয়ীর জন্য থাকবে শ্রেষ্ঠ পাঠক স্বীকৃতিস্বরূপ সনদ, ক্রেস্ট এবং মূল্যবান বই


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ