ছড়া-কবিতা
Home ছড়া-কবিতা
স্বাধীনতার মানে -নজমুল হক চৌধুরী
যখন-
ইচ্ছে মতো ঘুরতে পারি
মনের সুখে উড়তে পারি
মেলতে পারি পাখির মতো ডানা
আমার কাজে কেউ করে না মানা
তখন-
আনন্দে যে মনটা দোলে
দুঃখ-ব্যথা সবই ভোলে
সুখের বাঁশি বাজে আমার...