হেমন্তেরই এমন টানে

হেমন্তেরই এমন টানে

ছড়া-কবিতা জি. মোস্তফা অক্টোবর ২০২৩

পাকা ধানে ঢেউ খেলিয়ে

আসল দেশে হেমন্তটা

সবুজ পাতা অবুঝ মনে

ধরছে হলুদ রঙের ছটা।


ধানের-গানের ছড়াছড়ি 

এটাই বুঝি হেমন্তকাল

মেষ চরিয়ে ঘাসের বনে

স্বপ্ন দেখি হয় যে সকাল।


বাঁশবনেতে বক উড়ে যায়

চাষির মনটা হলুদ মাঠে

ঘণ্টা তেরো যায় পেরিয়ে

সাঁঝবেলাতে কেবল ঘাঁটে।


উঠোনজুড়ে ধানের মেলা

গানের সুরও কণ্ঠে ওঠে

নাইওরিটা এলেই তবে

হাঁড়ির ওপর খৈটা ফোটে।


জারি-সারি গানের পালা

পল্লীজুড়ে ফিরনি পায়েস,

প্রতিবেশী স্বজন সকল

খাই নিতি যে মিষ্টি আয়েশ।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ