হাসির বাকসো মার্চ ১৪

হাসির বাকসো মার্চ ১৪

হাসির বাকসো মার্চ ২০১৪

Bakshoরাজা ও মন্ত্রীর কথোপকথন
১ম রাত্রে
অসুস্থ রাজা : শিয়ালগুলো ডাকছে কেন?
মন্ত্রী : শীতের রাত তো তাই।
রাজা : তাহলে ওদেরকে রাজকোষ থেকে কম্বল দেয়া হোক।
মন্ত্রী : জি হুজুর, আগামীকালই দেবো।
২য় রাত্রে
রাজা : মন্ত্রী! শিয়ালগুলোর ডাক থামেনি কেন?
মন্ত্রী : কম্বল পেয়ে ওরা হুজুরের শোকর গুজার করছে।
৩য় রাত্রে
রাজা : মন্ত্রী, ওরা কতদিন শোকর গুজারি ডাক ডাকবে?
মন্ত্রী : যতদিন ওরা আপনার দেয়া কম্বল ব্যবহার করবে।
সংগ্রহে : মাসরুরাতুন হাসানা
বদলগাছী, নওগাঁ
একটি বাসে পাশাপাশি সিটে দুই লোক বসেছে। তার মধ্যে একটি লোক ঘুমিয়ে নাক ডাকছিল, এতে অন্য লোকটি বিরক্ত হয়ে পাশের লোকটিকে বলল, আপনি এতো জোরে নাক ডাকছেন কেন? একটু আস্তে ডাকতে পারেন না। অপর লোকটি বলল, আমার এমন কোনো চাবি নেই যা দিয়ে নাকের শব্দ কমানো বাড়ানো যাবে।
সংগ্রহে : খান আশরাফুল
বাগেরহাট
আব্বা : রনি, তুই সারা দিন টো টো করে ঘুরে বেড়াস, পড়িস কখন?
ছেলে : আব্বা, আমি রাতে নিরিবিলিতে পড়াশোনা করি
আব্বা : মিথ্যা কথা বলিস না, আমি রাতে চুপ করে দেখার চেষ্টা করেছি। দেখেছি তুই পড়িস না।
ছেলে : এইতো আব্বা, কেউ জেগে থাকলে আমার পড়া হয় না।
সংগ্রহে : মুহাম্মাদ ওয়ালিউর
নবাবগঞ্জ, দিনাজপুর
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে
রাজিব : জানিস সোহান, আমার জীবনে অনেক দুঃখ।
সোহান : সে জন্য আবার কাঁদিস নাকি?
রাজিব : দুঃখ থাকলে তো মানুষ কাঁদবেই, আমিও কাঁদি।
সোহান : কাঁদলেও চোখে পানি জমতে দিবি না।
রাজিব : কেন?
সোহান : জানিস না, জমে থাকা পানিতে ডেঙ্গু মশা ডিম পাড়ে।
সংগ্রহে : মো: ওয়াসিম আকরাম
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

ডাক্তার ও রোগীর কথোপকথন
ডাক্তার : আমি দুঃখিত, আপনার বাঁ কানটা কেটে বাদ দিতে হবে।
রোগী : তাহলে যে আমি দেখতে পাবো না ডাক্তার সাহেব।
ডাক্তার : সে কি! আমি আপনার চোখ অপারেশন করছি না।
রোগী : আরে, চশমার ডাঁটি দু’টি কোথায় আটকাবো?
সংগ্রহে : আব্দুর রহমান
ঘোড়ামারা, রাজশাহী

বাসের ভেতর প্রচণ্ড ঠেলাঠেলিতে দু’জন যাত্রী তর্ক করছিল
প্রথম যাত্রী : এই মিয়া, এত জোরে ধাক্কা মারেন ক্যান?
দ্বিতীয় যাত্রী : আরে মিয়া পাগল নাকি! বাসটি এমনিতেই লোকে লোকারণ্য, তার ওপর আবার রাস্তাটা উঁচু-নিচু।
প্রথম যাত্রী : ওই মিয়া গালি দিয়া কথা কও ক্যান, মাথায় ‘সিট’ আছে নাকি?
দ্বিতীয় যাত্রী : সিটটা আমার মাথায় না, তোমার মাথায় আছে।
অন্য যাত্রী : কই ভাই, সিট কই? বাচ্চা পোলাপান নিয়া বড় কষ্ট অইতাছে। আমি না হয় দাঁড়িয়ে গেলাম, বাচ্চাগুলানরে একটু সিটে বসাই।
সংগ্রহে : শাকিল মাহমুদ
শান্তিনগর, ঢাকা
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ