হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো মে ২০১২

দুই বন্ধুর কথোপকথন-
ছোটন : বল তো নোমান, ঘড়ি আবিষ্কার না হলে কেমন হতো?
নোমান : ভারি মজা হতো!
ছোটন : (আশ্চর্য হয়ে) ভারি মজা হতো মানে?
নোমান : কেন, যত ইচ্ছা দেরি করে স্কুলে যেতে পারতাম!
সংগ্রহে : মাহ্ফুজুর রহমান খান সাকিব
সদর, নেত্রকাণা

ব্যাকরণ ক্লাস চলছে। স্যার ক্লাসের সবচেয়ে অমনোযোগী ছাত্র রাতুলকে দাঁড় করালেন। জিজ্ঞেস করলেন, বল তো, বাইরে বৃষ্টি পড়ছে, এটা কোন্ কাল?
রাতুল তো আর পড়াশোনা করে না, কতোক্ষণ মাথা চুলকে শেষে বলল, বর্ষাকাল স্যার!
সংগ্রহে : আশিকুর রহমান
শৈলকুপা, ঝিনাইদহ

একটি লোক সাঁতার জানে না। সে পানিতে ডুবে যাচ্ছে, এমন সময় হাতে একটি মাছ পড়ল। লোকটি মাছটাকে ডাঙায় ফেলে দিয়ে বলল, যা, তুই অন্তত বেঁচে থাক।
সংগ্রহে : রাকিবুল ইসলাম ইমন
বামনপুর টারমাথা, জয়পুরহাট

একদিন ইতিহাস স্যার ক্লাসে ঢুকেই তুলিকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন, তুলি, বল তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল?
তুলি কিন্তু জানে না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ১৯৪১-১৯৪৫ সালে। ও কতোক্ষণ ভেবে নিয়ে কাচুকাচু করে বলল, স্যার, প্রথম বিশ্বযুদ্ধের পরে!
সংগ্রহে : মেহেদী হাসান
ধনুয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর

লং অনের উপর দিয়ে বিশাল এক ছক্কা মেরে ব্যাটসম্যান বোলারকে বলল, বাউন্ডারির বাইরে অনেক কচি ঘাস আছে। যাও, গিয়ে ঘাস খাওগে। বোলিং করে তোমার কাজ নেই।
ছক্কা খেয়েছে তো কী হয়েছে, বোলার কি আর ছেড়ে কথা বলবে? সে উল্টো ব্যাটসম্যানকে পিচ দেখিয়ে বলল, তুমি তো দেখছি নিজের ভাগের ঘাসটুকু আগেই খেয়ে ফেলেছো!
সংগ্রহে : ঠিকানা পাওয়া যায়নি

হোটেল বয় : আপনার ছেলে আমাদের হোটেলে খেয়ে আপনার চেয়ে বেশি বখশিশ দেয়।
ভদ্রলোক : দিতে পারে, তার বড়লোক বাবা আছে। কিন্তু আমার তো নেই।
সংগ্রহে : মোজাম্মেল শিশির অন্তর
সূবর্ণচর, নোয়াখালী

তৌহিদ : জানিস দোস্ত, আমাদের বাড়িতে এমন একটা জায়গা আছে যেখানে দাঁড়ানো যায় না, সাথে সাথে নিচের দিকে যেতে হয়।
মুহিত : তাই নাকি? কোন্ জায়গা?
তৌহিদ : আমাদের পুকুরটা।
সংগ্রহে : মোহাম্মদ মাহবুব আলম
মহিউসুন্নাহ, নড়িয়া, শরীয়তপুর

মাত্র ৭ রানেই আউট হয়ে গেল মিরাজ। মাথা নিচু করে প্যাভিলিয়নে ফিরে এলো ও। সেখানে বসে ছিলেন সাবেক খেলোয়াড় হাবুল। তিনি তো তেড়ে গিয়ে বললেন, কী খেলিস তুই, হ্যাঁ? একদিনও বশি রান করতে পারিস না! আমি যখন খেলতাম, প্রতিদিন আমার নামের পাশে কমসে কম একশ’ রান থাকতো, জানিস?
মিরাজ মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল, জানি। আর এ-ও জানি, আপনি ব্যাটসম্যান ছিলেন না, ছিলেন বোলার।
সংগ্রহে : ইরফানুল ইব্রাহীম
গভ. মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ