হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো জুন ২০১৭

গ্রাম থেকে চাচার বাসায় বেড়াতে এসেছে এক যুবক।
চাচা: বাবা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো।
ভাতিজা : ঠিক আছে। ওয়াশ রুমে ঢুকে হাই কমোট দেখে সে ভাবলো এটি বালতি, তাই শার্টটা এর ভেতর ডিটারজেন্ট দিয়ে ডুবিয়ে রাখল।
চাচা: ওয়াশরুমে ঢুকে এখানে কে শার্ট রেখেছে?
ভাতিজা : চাচা আমি বালতিতে রেখেছি।
চাচা: আরে এটিতো কমোট!
সাদিকুর রহমান

দুই পাগলের মধ্যে কথা হচ্ছে:
মাইনসে আমাগো পাগল কয়, চল পরীক্ষা কইরা দেহি আমরা না মাইনসে পাগল।
১ম জন: হাতটা মুঠো করে বললো, আমি কী ধরছি?
২য় জন: রেলগাড়ি!
১ম জন: হুম্ম দেইক্কা লইছোস!
২য় জন: আচ্ছা পানিতে আগুন লাগলে মাছগুলি কই যায়?
১ম জন: কেন গাছে উঠে।
২য় জন: দূর বেডা তুই একটা পাগল! মাছ কি গরু নাকি যে গাছে উঠবো।
আমানুল্লাহ আমান
বাসুদেবপুর, গোদাগাড়ী, রাজশাহী

ঈদের ছুটিতে শহরের দুই বন্ধু এসেছে গ্রামে। দু’জনের খুব ইচ্ছা নদীতে গোসল করার। তাই তারা একটি ছেলেকে জিজ্ঞেস করল-
আগন্তুক : এ নদীতে কি হাঙ্গর আছে?
ছেলেটি : না, নেই।
আগন্তুক : তুমি নিশ্চিত হলে কি করে যে এ নদীতে হাঙ্গর নেই?
ছেলেটি : থাকবে কি করে? কুমিরের ভয়ে কী আর হাঙ্গর আসে!
আগন্তুক : অ্যাঁ!
****
রোগী ও ডাক্তারের মধ্যে কথা হচ্ছে-
রোগী : ডাক্তার সাহেব, খুশকি নিয়ে পড়েছি ঝামেলায়। বলুন তো কিভাবে খুশকি দূর করা যায়?
ডাক্তার : এটা সমস্যা নয়, কয়েক দিনের মধ্যে দূর হয়ে যাবে।
রোগী : ডাক্তার সাহেব কিভাবে?
ডাক্তার : এই তো, আর কয়েক দিনের মধ্যেই আপনার টাক পড়ে যাবে। তারপর দেখবেন আর কোন খুশকি নেই!
রোগী : অ্যাঁ!
আবু হানিফ
ছাইতানতলা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা

এক চোর গৃহস্তের বাড়ি চুরি করতে গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করল।
গৃহস্ত সেই ছবিতে লাইক দিয়ে কমেন্ট করল, মনে করছো আমরা ঘুমিয়ে পড়েছি?
আমরা ঘুমাইনি। পুলিশকে ইনফর্ম করা হয়েছে।
পুলিশ সেই কমেন্টে লাইক দিয়ে আবার কমেন্ট করল, আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। আমরা হেঁটে হেঁটে আসতেছি...
তাজওয়ার মুনির

এক মূর্খ কৃষকের ছেলে সবেমাত্র ঔঝঈ পাস করে, তার বাবাকে জিজ্ঞেস করছে...
ছেলে: বাবা, আমি কি নিব?
Science, Arts, নাকি Commerce.
বাবা: ওরে, গাধা আমার ঘরে কি জায়গা কম আছে নাকি! তুই আমারে জিগাছ তুই কী নিবি। তুই তিন ডাই ল।
সাইমন মাহবুব

দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু : বলতো দুর্বল কাকে বলে?
২য় বন্ধু : এটা কোনো ব্যাপার হলো! হাতে নেই শক্তি পায়ে নেই বল এরই নাম দুর্বল।
মো: ফাহিম মিয়া সজীব
মাহিগঞ্জ সদর, রংপুর

চাকর ও স্যারের মধ্যে কথোপকথন:
চাকর : স্যার এত রাত জেগে কী করেন?
স্যার : কবিতা, গল্প ও উপন্যাস লিখি।
চাকর : এতো রাত জেগে লেখার দরকার কী। বাজার থেকে কিনলে তো হয়।
আইনুল ইসলাম
টেংগনমারী, জলঢাকা

বাবা ও ছেলের মধ্যে কথোপকথন-
বাবা : বুঝলে ফাহিম এক জায়গায় বারবার যেতে নেই, আদর থাকে না।
ফাহিম : ঠিকই বলেছেন বাবা, সেই জন্যই তো আমি প্রতিদিন স্কুলে যেতে চাই না। অথচ মা আমাকে পিটিয়ে পাঠায়।
মুনতাসির কামাল

হাতিয়া থেকে একটা জাহাজ চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হলো। হঠাৎ মাঝপথে এসে জাহাজটি নষ্ট হয়ে গেল। তখন এক যাত্রী বলল, চলুন আমরা জাহাজটাকে সবাই মিলে ধাক্কা দেই।
সাবিহা তারান্নুম
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ