হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো নভেম্বর ২০১৯

দুই বন্ধুর মধ্যে কথোপকথন- ১ম বন্ধু : কিরে এখানে বসে কী করছিস ? ২য় বন্ধু : প্রতিশোধ নিচ্ছি। ১ম বন্ধু : প্রতিশোধ? কার ওপর? ২য় বন্ধু : সময়ের ওপর। ১ম বন্ধু : কিভাবে? ২য় বন্ধু : সময় আমার জীবনকে নষ্ট করেছে তাই আমিও সময় নষ্ট করছি। মিরাজ হোসেন, রায়পুর, লক্ষ্মীপুর

এক ছেলে (বাবু) এবং ভিক্ষুকের মধ্যে কথা হচ্ছে- ভিক্ষুক : বাবু তোমার আম্মুকে বল না আল্লাহর ওয়াস্তে কিছু সহযোগিতা করতে। ছেলে : ভিক্ষা করছ কেন? কাজ করতে পারছ না। ভিক্ষুক : আমাকে কে কাজ দেবে। ছেলে : তুমি পুরো এলাকা ভিক্ষা করে আমাকে দেবে। আমি তোমাকে ২০০ টাকা করে দেবো। মেহেদি হাসান মমতাজেন্নেছা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর

বল্টুর হাতে আইফোন দেখে তার বন্ধু আবুল বলল- ওয়াও! কী সুন্দর মোবাইল! কত দিয়ে কিনেছ? বল্টু : আরে! দৌড় প্রতিযোগিতায় জিতেছি। আবুল : ওয়াও! কতজন দৌড়েছিল? বল্টু : তিনজন পুলিশ, এক মোবাইল ফোন ব্যবসায়ী আর আমি!! হান্নান উদ্দিন, তনুবী পাড়া, লোহাগাড়া

একটা ছেলের মোবাইল ফোন চুরি করে ছিনতাইকারী দৌড়াচ্ছে। আর ছেলের বাবা ছিনতাইকারীর পিছনে পিছনে ছুটছে। ছিনতাইকারী : আর দৌড়াতে পারছি না, দৌড়াতে দৌড়াতে হাঁফিয়ে গেছি! এই আপনার ছেলের মোবাইল নিয়ে যান। ছেলের বাবা : এ কথা মুখে আনবি না। এই মোবাইলের জন্য আমার ছেলের পড়াশুনা ঠিক মতো হয় না। ছিনতাইকারী : তাহলে আমার পিছনে পিছনে দৌড়াচ্ছেন কেন? ছেলের বাবা : অশিক্ষিত চোর, হেডফোন আর চার্জারটা নিয়ে যা মোবাইল চার্জ দিবি কিভাবে। ছিনতাইকারী : এ কথা শুনে বেহুঁশ। রাকিব হোসেন রানা, চর আনন্দ, ভোলা

শিক্ষক ও ছাত্রের মধ্যে আলাপন শিক্ষক : বলতো বল্টু সবচেয়ে চালাক প্রাণী কী? ছাত্র : গরু। শিক্ষক : কিভাবে? ছাত্র : সার প্রবাদ আছে না- অতি চালাকের গলায় দড়ি। গরু খুবই চালাক তাই তার গলায় দড়ি থাকে। রেদওয়ান আহমেদ, ইটাউরি, বড়লেখা

একদিন বল্টু বাজারে গিয়েছে মাছ কিনতে- বিক্রেতা : এই নাও তোমাকে ওজনে কিছুটা কম দিলাম বাসায় নিয়ে যেতে সুবিধা হবে। বল্টু : এই নিন টাকা। বিক্রেতা : একি মাছের দাম তো একশত টাকা, দশ টাকা দিলে কেন? বল্টু: টাকাটা একটু কম দিলাম যাতে আপনার গুনতে সুবিধা হয়! আব্দুল মমিন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ