হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো আগস্ট ২০১৯

ডাক্তার ও সহকারীর মধ্যে কথোপকথন-
ডাক্তার : আচ্ছা বল তো, অপারেশনের আগে রোগীকে অজ্ঞান করা হয় কেন?
সহকারী : এ তো খুব সোজা প্রশ্ন স্যার। রোগী জেগে থাকলে আপনার অপারেশন কিভাবে করতে হয়, সেটা শিখে ফেলবে। আর পরে ওই রোগী যদি নিজেই ডাক্তারখানা খুলে অপারেশন শুরু করে দেয় তা হলে তো পথে বসে যাবো। এ জন্যই রোগীকে অজ্ঞান করা হয়, স্যার।
আবদুল্লাহ মো: জুবাইর
তোরাবগঞ্জ, কমলনগর, লক্ষ্মীপুর

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
প্রথম বন্ধু : আচ্ছা বলতো এত বড় বিমান কিভাবে রং করে?
দ্বিতীয় বন্ধু : আরে এইটা তো সহজ, যখন বিমান আকাশে ওড়ে তখন ছোট হয়ে যায় তখনি রং করে।
ইনামুল ইসলাম
শালিখা, মাগুরা

দুই ব্যবসায়ীর আলাপন-
১ম ব্যবসায়ী : ভাই, তোমার ব্যবসার কী অবস্থা?
২য় ব্যবসায়ী : খুব ভালো। আমার ব্যবসা বর্তমানে পা থেকে মাথায় উঠছে।
১ম ব্যবসায়ী : সেটা আবার কী?
২য় ব্যবসায়ী : ভাই, আরে আগে করতাম মোজার ব্যবসা এখন করি টুপির ব্যবসা।
সুয়েল মাহমুদ
টেপ্রীগঞ্জ, দেবিগঞ্জ, পঞ্চগড়

ঈদে বাড়ি যাওয়ার সময় ট্রেনে ডাকাতি হচ্ছে-
ডাকাত : এই তোর নাম কী?
১ম যাত্রী : সুমন।
ডাকাত : যা আছে সব দিয়া দে।
সুমন সব কিছু দিয়ে দিলো। এরপর অন্য একজনকে-
ডাকাত : এই আপনার নাম কী?
২য় যাত্রী : জুলেখা।
ডাকাত : জুলেখা আমার মায়ের নাম ছিল। আপনি সসম্মানে মুক্ত।
অন্য একজনকে-
ডাকাত : এই তোর নাম কী?
৩য় যাত্রী : উদয়। লোকে আদর করে জুলেখা বলে ডাকে!
কামরুল ইসলাম মিঠু
শান্তি কোম্পানি রোড, ফেনী
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ