হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো অক্টোবর ২০১২

এক রোগী ডাক্তারের কাছে গেছে
রোগী : ডাক্তার সাহেব, আমি কানে কম শুনি।
ডাক্তার : ছয়। বলুন তো আমি কী বললাম?
রোগী : নয়।
ডাক্তার : আপনি কানে কম না, বেশি শুনছেন।
সংগ্রহে : আরিফ মিয়া
বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা, রাজবাড়ী

প্রথম বন্ধু : আমি আকাশের দিকে টর্চের আলো ফেলব, তুই যদি আলো বেয়ে আকাশে উঠতে পারিস তাহলে তোকে এক হাজার টাকা দেব।
দ্বিতীয় বন্ধু : আমি উঠব না?
প্রথম বন্ধু : তার মানে তুই পারবি না।
দ্বিতীয় বন্ধু : অবশ্যই পারব। কিন্তু আমি অর্ধেক ওঠার পর যদি তুই আলো নিভিয়ে দিস, তাহলে তো আমি পড়ে যাব এবং আমার হাত-পা ভাঙবে। আমাকে তুই পাগল পেয়েছিস?
সংগ্রহে : মাহমুদুল হাসান পিয়াস
পূর্ব মনিপুর, মিরপুর-২, ঢাকা

শিক্ষক : কঙ্কাল কী, কে বলতে পারো?
সজীব : আমি পারবো, স্যার।
শিক্ষক : ঠিক আছে, বলো তো।
সজীব : স্যার, কঙ্কাল এমন এক মানুষ যার ভেতরটা আছে কিন্তু বাইরেটা নেই।
সংগ্রহে : মো: আমীর আলী
বালাগঞ্জ, সিলেট

এক রোগী ডাক্তারের চেম্বারে হন্তদন্ত হয়ে ছুটে এলো।
রোগী : আমার কান পুড়ে গেছে। প্লিজ আমার জন্য কিছু করেন।
ডাক্তার : সে কী, আপনার দেখছি দু’টো কানই পুড়ে গেছে, কিভাবে হলো এটা?
রোগী : আমি কাপড় ইস্ত্রি করছিলাম, হঠাৎ আমার ফোন এলো। আমি রিসিভার মনে করে কানে দিলাম।
ডাক্তার : সেটাতো বুঝলাম, কিন্তু অন্য কানটা?
রোগী : ফোনটা আবারো এসেছিল।
সংগ্রহে : ইয়াকুব আল মাহমুদ
সোনাইমুড়ী, নোয়াখালী

শিক্ষক : আলফাজ, তুমি এক থেকে কত পর্যন্ত ঘুনতে পারো?
আলফাজ : স্যার, দশ পর্যন্ত পারি।
শিক্ষক : মাত্র দশ পর্যন্ত! তুমি তাহলে বড় হয়ে কী হবে? কিছুই তো হতে পারবে না।
আলফাজ : কেন স্যার, বক্রিংয়ের রেফারি তো হওয়া যাবে।
সংগ্রহে : মো: রানা
গফরগাঁও, ময়মনসিংহ

কয়েক দিন থেকেই সাজুর শরীর খারাপ। এ কারণে তার চিকিৎসকের কাছে যাওয়ার কথা। দু’দিন পর তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করল, তো না শরীর খারাপ? ডাক্তারের কাছে না গিয়ে বসে আছিস কেন? আজকেই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব।
সাজু : না রে, আজ শরীরটা ভীষণ খারাপ। আমি উঠতেই পারব না। ভাবছি শরীরটা একটু ভালো হলেই একবার ডাক্তারের কাছে যাব।
সংগ্রহে : মীর মোশাররফ হোসেন
হাজীপাড়া, সদর, রংপুর

পরীক্ষার হল থেকে বেরিয়ে দুই বন্ধু-
সোহেল : কি রে দোস্ত, কেমন পরীক্ষা দিলি?
জাহিদ : সব প্রশ্নেরই উত্তর ভালোই দিয়েছি, কিন্তু নামটা লিখতে যে ভুলে গেছি দোস্ত!
সংগ্রহে : সুমাইয়া আক্তার
ভূঞাপুর, টাঙ্গাইল
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ