হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো জানুয়ারি ২০১৮

লালটু, সেলটু, কালটু ও বল্টু হোটেলে নাস্তা খাচ্ছে-
লালটু : এ কি আমার শিঙ্গাড়ার ভেতর আলু!
সেলটু : আরে আমারতো বুট!
কালটু : কিন্তু আমার শিঙ্গাড়ায়তো দুটোই!
বল্টু: এই চুপ কর। যা পেয়েছিস সব খা। দোকানদার জানতে পারলে শিঙ্গাড়ার সাথে আলু ও বুটেরও দাম নিয়ে নেবে।
আবুল হোসাইন, হরিপুর, ঠাকুরগাঁও

ইলিশ মাছ ও ইলিশ মাছের ছেলের মধ্যে কথোপকথন-
ইলিশ মাছের ছেলে : আচ্ছা মা আমরা পানির ওপরে থাকি না কেন?
ইলিশ মাছ : পানির ওপরে শুধুই সেলফি ম্যানরাই থাকে বাবা।
কামরুল হাসান, বাঁশখালী, চট্টগ্রাম

রাস্তায় গাড়ি চালাচ্ছেন এক ড্রাইভার। হঠাৎ করে গাড়ি থামিয়ে ফেললেন। এতে রাস্তায় প্রচণ্ড জ্যাম সৃষ্টি হলো। ট্রাফিক পুলিশ তার কাছে এসে তাকে জিজ্ঞেস করলো-
: রাস্তায় মাঝখানে গাড়ি থামালে কেন?
: ঐ দেখুন সামনের গাড়িতে লেখা আছে পেছনে ইঞ্জিন থামুন। সেই জন্য আমি গাড়ি থামিয়ে দিলাম।
মোহাম্মদ ইমরান, লোহাগাড়া, চট্টগ্রাম
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ