হাসির বাকসো

হাসির বাকসো

হাসির বাকসো সেপ্টেম্বর ২০১৮

হাবলু ও ডাবলুর মাঝে কথোপকথন :
হাবলু : বলতো বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা রাখা হয়েছে কেন?
ডাবলু : খোলা জিনিস মানুষের পছন্দ নয় বলে।
আল হাসান মোহাম্মদ মাইনউদ্দীন
রায়পুর, লক্ষ্মীপুর

দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু : কি রে বন্ধু মন এত খারাপ কেন?
২য় বন্ধু : আরে আর বলিস না। আমার ব্যাংক অ্যাকাউন্টা বন্ধ হয়ে গেছে।
১ম বন্ধু : তাতে সমস্যা কী?
২য় বন্ধু : এখন আমি টাকা জমা রাখব কোথায়?
১ম বন্ধু : চিন্তা করিস না, এখন থেকে তোর স্মার্ট ফোনে প্লে-স্টোর অ্যাকাউন্টে জমা রাখিস।
সাইমুর রহমান জিহাদ
ধর্মপুর, সদর, নোয়াখালী

মা ও ছেলের মধ্যে কথোপকথন :
মা: কি রে, কী ম্যাচ বক্স আনলি, একটাও জ্বলতাছে না?
ছেলে : আনার সময়তো সবগুলো চেক করে আনছি।
রেদওয়ান উল্লাহ্
দুলারহাট, ভোলা

(একই দোকানে একাধিকবার চুরি করতে গিয়ে অবশেষে হাতেনাতে ধরা পড়লো চোর...)
কর্মচারী : এ পতা সেই লোক! এর আগে অনেকবার মালামাল নিয়ে কৌশলে টাকা না দিয়ে বেরিয়ে পড়তো।
মালিক : ব্যাটা তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক! তুই আমার দোকানে চুরি করিস? তাও এইবারসহ তৃতীয়বার...
চোর : আমি কি করুম স্যার, আপনিই তো দোকানে লিখে রাখছেন, ‘ধন্যবাদ, আবার আসবেন।’
হোসাইন মোহাম্মদ রিয়াজ
ছিটুয়াপাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম

এক পথচারী ও এক অফিস কর্মকর্তার মাঝে কথা হচ্ছে-
পথচারী : ভাই হাত ভাঙলেন কিভাবে?
কর্মকর্তা : বেয়ার গ্রিলসের মতো বিশ ফুট উঁচু থেকে লাফ দিয়েছিলাম....
পথচারী : কিন্তু ওসব তো বাসায় করতে নিষেধ করা হয়!
কর্মকর্তা : তাইতো আমি অফিসেই করার চেষ্টা করেছিলাম।...
সুলতান মাহমুদ ফাহাদ
রানীনগর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : আমার জীবনে কোন ইচ্ছা পূরণ হলো না। তোর কোন ইচ্ছা পূরণ হয়েছে?
২য় বন্ধু : হ্যাঁ হয়েছে, ছোট বেলায় স্যারের হাতে চুল টানা খেতে খেতে ভাবতাম চুলগুলো না থাকলেই বুঝি ভালো হতো। এখন দেখ, মাথায় একটাও চুল নাই।
আবদুল জাব্বার
সিদ্দিক পাড়া, চাঁপাইনবাবগঞ্জ
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ